আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব-২০২২ উদযাপন উপলক্ষে পূজা উদযাপন পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১১সেপ্টেম্বর বেলা ১১.৪৫ ঘটিকার সময় শহিদ কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেড, পুলিশ লাইন্স, সিরাজগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব/২০২২ উদযাপন উপলক্ষে পূজা উদযাপন পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) ।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি সন্তোষ কুমার কানু, সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সঞ্জয় কুমার সাহা’সহ পূজা উদযাপন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
পুলিশ সুপার বিট পুলিশিং এর মাধ্যমে সিরাজগঞ্জ শহরসহ প্রতিটি বিট এলাকায় টহল জোরদার করা, পূজা চলাকালীন মন্ডপ ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা এবং সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে জেলা পুলিশ, সিরাজগঞ্জ কর্তৃক প্রয়োজনীয় সকল পরিকল্পনা ও প্রস্তুতি চলমান আছে বলে তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
উক্ত মতবিনিময় সভায় সিরাজগঞ্জ জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।