সিরাজগঞ্জে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিরাজগঞ্জে পৃথক অভিযান চালিয়ে নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব -১২ সদস্যরা। তারা হলো, তাড়াশ উপজেলার বড়মাছ দক্ষিণা গ্রামের কাবিল উদ্দিন (২৫) ও সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের রাজিয়া খাতুন (২৩) তার পিতার নাম মোঃ বাবু তালুকদার ।
র্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে তাড়াশ উপজেলার ক্ষিরপোতা গ্রামে অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ কাবিল উদ্দিনকে গ্রেফতার করা হয়।
এদিকে, শনিবার ( ১৬ জুলাই-২০২২) সন্ধ্যার দিকে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানির দল সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে অভিযান চালিয়ে রাজিয়াকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।