সিরাজগঞ্জে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিয়ে প্রতিরোধে করনীয় শীর্ষক " সংলাপ" অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) সিরাজগঞ্জের আয়োজনে -
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম রিজিওনাল অফিসে -উক্ত নারী এবং শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করনীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,
সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-(১) নুরুল হকের সভাপতিত্বে সংলাপের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনীর পরেই আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ শাহজাহান মিয়া ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতার চিত্র তুলে ধরেন। এরপর ব্র্যাক জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি প্রোগ্রামের রিজিয়নাল ম্যানেজার মোঃ খালেকুজ্জামান সহিংসতা নিয়ে আলোচনা করেন এবং তার আলোচনা শেষে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের রাজশাহী রিজিয়নের রিজিয়নাল কো-অর্ডিনেটর সংলাপের মূল উদ্দেশ্য কমিউনিটিতে নারী এবং শিশুর প্রতি সহিংসতার ঘটনা ঘটলে রিপোর্ট করার এবং বাল্য বিবাহ রোধকল্পে সংশ্লিষ্ট ব্যক্তিগণ যেন আইনি ব্যবস্থা নিতে পারেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা রাখেন। উরোক্ত আলোচনার প্রেক্ষিতে সিরাজগঞ্জ সদর থানার নারী নির্যাতন সেলের দায়িত্বপ্রাপ্ত এস.আই শাহীনা আফরোজ নারী এবং শিশুর প্রতি সহিংস নারী এবং শিশু নির্তাযাতনের কারণ, প্রতিকার, আইনগত সহায়তার ধরণ, নারী এবং শিশু নির্যাতন হলে কোথায় রিপোর্ট করতে হবে এবং কিভাবে করতে হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা রাখেন। এরপর শিশু নির্যাতন এবং অনাথ শিশুদের সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা রাখেন, সিরাজগঞ্জ জেলা শহর সমাজ সেবা কার্যালয়ের সহকারীপরিচালক, মুহাম্মদ মতিয়ার রহমান। নারী এবং শিশু বান্ধব অবকাঠামো নির্মান এবং নারী এবং শিশুদের নির্যাতরেন হাত থেকে রক্ষার বিষয়ে সকলকে একসাথে কাজ করার জন্য একমত হোয়ার বিষয়ে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুল হক।
উন্মুক্ত আলোচনায় সিরাজগঞ্জ পৌরসভার নারী এবং শিশু নির্যাতন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং সিডিও কমিটির সদস্যগণ বিস্তারিত আলোচনা করেন। উক্ত সংলাপে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আরবান এগ্রিকালচার প্রকল্পের রিজিয়নাল ম্যানেজার রবিউল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেযর-(৩) শিখা খাতুন, আরবানডেভেলপমেন্ট প্রোগ্রামের মনিটরিং অফিসার দীপক চক্রবর্তী, পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মোছাঃ মিরা খাতুন, তহমিনা হোসেন মিনা সহ অন্যান্যরা, আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের পিও এবং সিডিও নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিশেষে, আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর ইকোনমিক রিকভারি প্রকল্প কর্তৃক জলবায়ু অভিবাসী এবং কোভিড কালীন সময়ে ক্ষতিগ্রস্থ স্বল্প আয়ের পরিবারের নারীদের মাঝে ব্যবসায়িক সহায়তা হিসেবে সেলাই মেশিন-১১জনকে, কাপড়ের ব্যবসা সহায়তা-৫৫ জনকে, মাছ ব্যবসা-১৩ জনকে এবং মুদির দোকানের মালামাল-৬৪ জনকে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও পিঠা, চটপটি, ফুসকা, রিক্সার মালামাল পেয়েছেন-৩২ টি পরিবারকে সহায়তা দেয়া হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।