আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ
“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা”- এই শ্লোগান নিয়ে – সিরাজগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক কার্যালয়ের উদ্যোগে ” উপজেলা পর্যায়ে ৬ মাস মেয়াদী মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ ” শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে কম্পিউটার এন্ড মোবাইল সার্ভিসিং ও রিপেয়ারিং ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত ৩০ জন প্রশিক্ষণার্থীদের ভাতার চেক প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় অত্র অফিস কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃফিরোজ মাহমুদ ।
এসময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা, প্রোগ্রাম অফিসার ফাহিমা আল-আশরাফ, ক্রেডিট সুপার ভাইজার মোঃ বাবুল আকতার খান, মোঃ আবু হাছিস মল্লিক, অফিস সহকারি শ্রীধাম চন্দ্রশীল সহ অত্র দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।