সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭)-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জুন) বিকেল সাড়ে চারটায় সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দীন স্টেডিয়ামে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন ও খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
খেলায় কাওয়াকোলা ইউনিয়ন ৮-০ গোলে বাগবাটী ইউনিয়নকে পরাজিত করে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার ভেটেনারী সার্জন ডাঃ আশিষ কুমার দেবনাথ, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সি, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল মজিদ, সাবেক কৃতি ফুটবলার রেজাউল করিম দিলীপ, শফিকুল ইসলাম প্রিন্স, সেলিম রেজা, হাসান শফিক কল্লোল।
খেলা পরিচালনা করেন আজমহর আলী, রেজাউল করিম খোকন, হাফিজুল ইসলাম ও আবু হানিফ।
খেলার ধারাবিবরণী করেন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থাপনা করেন ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
সদর উপজেলার ১০টি ইউনিয়ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে। বাগবাটী ইউনিয়নের রিফাত শেখ সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন।কাওয়াকোলা ইউনিয়নের জাহিদ ম্যান অব দ্যা ফাইনাল ও কাওয়াকোলার গোলকিপার হাফিজুর রহমান সেরা গোলকিপার নির্বাচিত হন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।