"বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক-শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তির জীবন মান উন্নয়ন" এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে র্যালি প্রদর্শন, আলোচনা সভা অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এবং এনজিও সমন্বয় পরিষদ সিরাজগঞ্জের সহযোগিতায় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র্যালি প্রদর্শনের পর শহিদ এ,কে, শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ তমাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিভিল সার্জনের মেডিকেল অফিসার মোঃ রিয়াজুল ইসলাম, এনডিপি'র উপ-পরিচালক কাজী মোঃ মাসুদুজ্জামান পল, সমাজসেবা অফিসার মোঃ জেল হোসেন, রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক মোঃ ফয়সাল আহমেদ, পরিবর্তন এর উপ-পরিচালক মোছাঃ রোকসানা খাতুন, এনডিপি'র প্রতিবন্ধীতা ও শিক্ষা কর্মসূচি'র উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ প্রমুখ ।
স্বাগত বক্তব্য রাখেন, সমাজসেবা অফিসার মোঃ জেল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডাঃ মোঃ মাহবুব হক। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ ১৫ টি হুইল চেয়ার ও ৫ টি হেয়ারিং এইড বিতরণ করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।