সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উদযাপন
উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা গণপূর্ত অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সহযোগিতায় -
সোমবার(২অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সামনে হতে র্যালি বের হয়ে গণপূর্ত অধিদপ্তরের সামনে দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর জেলা প্রশাসক কার্যালয়ে শহিদ এ. কে.শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান-
তিনি তার বক্তব্যে বলেন, স্থিতিশীল নগর অর্থনীতি প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে ঠিকসই নগরসমূহই চালিকা শক্তি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে-" বিশ্ব বসতি দিবস" উদযাপন করা হয়েছে। মূলতঃ আবাসন আমার অধিকার এই শ্লোগান এর মাধ্যমে ১৮৮৬ সাল থেকে বিশ্ব বসতি দিবস উদযাপন হয়ে আসছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলার গণপূর্ত অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিমুল আক্তার,
ব্র্যাকের জেলা সমন্বয়ক রইসউদ্দিন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব গনপতি রায়।
এছাড়াও উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ শাহজাহান মিয়া, ব্র্যাক ইউপিজি প্রোগ্রাম এর ম্যানেজার আমিনুল ইসলাম, একাউন্টস ম্যানেজার চান মাহমুদ, গণপূর্তঅধিদপ্তর এর সহকারী প্রকৌশলীগন সহ গণপূর্ত অধিদপ্তর সিরাজগঞ্জ এর বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর প্রোগ্রাম অর্গানাইজার সহ সকল সিডিও এর নেতৃবৃন্দ। আলোচনা সভায় গণপূর্ত অধিদপ্তর সিরাজগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বিশ্ব বসতি দিবসের গুরুত্ব এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। এছাড়াও ব্র্যাকের পক্ষে ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ রইসউদ্দিন এবং আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ শাহজাহান মিয়া বিশ্ব বসতি দিবসের উপর আলোচনা করেন এবং নগরকে টেকসই করার জন্য ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম কি ধরনের কাজ করছেন তা তুলে ধরেন।
পরবর্তীতে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান টেকসই নগর গড়ার ক্ষেত্রে সরকার এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং সবাই কে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।
এরপর সভার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায় বিশ্ব বসতি দিবসের গুরুত্ব এবং নগরকে টেকসই করতে নাগরিক এর করনীয় বিষয়ে আলোচনা রাখেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।