আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ "সাদাছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে - সিরাজগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয় । এদিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র প্রতিবন্ধিতা ও উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা প্রশাসক সিরাজগঞ্জের আয়োজনে-রবিবার (১৫ অক্টোবর ২০২৩) বিকাল ৩টায় উক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। তারপর শহিদ এ,কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ মোবারক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ রিয়াজুল ইসলাম।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির শিপন চন্দ্র নাগ, প্রোগ্রাম অফিসার প্রবীণ কর্মসূচি সুরেশ চন্দ্র পাল, প্রফেসর এম,এ,মতিন মেমোরিয়াল বিএনএসবি আই হসপিটালের প্রোগ্রাম সমন্বয়কারী মির্জা আহমেদ আলী লিটন, দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র মোঃ আশিক সেখ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (হাসপাতাল সমাজসেবা) মোঃ পলাশ মারাক, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম প্রমূখ।
প্রোগ্রামটি পরিচালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মতিয়ার রহমান।
আলোচনা সভায় অতিথি বক্তাগণ বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদে চলাচল করার জন্য তাদের উপযোগী করে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের ভবন নির্মান করা সহ ফুটপাত যেন কোন ভাবে ব্যবহারের উপযোগী না হয় সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিসহ সকলে যেন ফুটপাত দিয়ে নিরাপদে চলাচল করতে পারে উপস্থিত প্রতিবন্ধী গণ সরকারের নিকট আবেদন জানান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।