সিরাজগঞ্জে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সু-রক্ষা কর্মসূচি’র আয়াজনে নানা কর্মকান্ডের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ -২০২২) সকাল ৮টার দিকে ব্র্যাক আঞ্চলিক অফিস সিরাজগঞ্জে এক মানববন্ধন ও গণসাক্ষরতার মাধ্যমে কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবসের শুভ সূচনা করা হয়।
পরে সিরাজগঞ্জ জেলা প্রশাসন চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন এবং জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন , সিরাজগঞ্জ -২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি।
এতে সভাপতিত্বকরেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মনির হোসেন, জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জের সভাপতি ও নারীনেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা, বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম সফি, জেলা ব্র্যাকের সমন্বয় কারী রইস উদ্দিন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন, পি ডব্লিউ ডি এনজিও সিরাজগঞ্জের নির্বাহী পরিচালক হুসনে আরা জলি।
উক্ত আলোচনাসভা শেষে ৩ জন সাহসী নারীকে সংবর্ধনা প্রদান করা হয় । এরা হলেন, মোছাঃ মনিজা খাতুন, , মোছাঃ বিলকিস পারভীন, মোছাঃ সাঈদা খাতুন।
বিকেলে সিরাজগঞ্জ পৌরএলাকার রানীগ্রামে শিশু, নারী ও পুরুষদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের খেলাধূলা শেষে গণনাটক প্রদর্শনের মাধ্যমে দিবসটির সমাপ্ত করা হয় । এসময় অনুষ্ঠানে স্থানীয় বিপুলসংখ্যক নারী ও শিশুদের টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আগ্রগন্য প্রতিপাদ্যে জেলা প্রশাসকের সম্মলন কক্ষে আলোচনা সভায় ব্র্যাকের পক্ষে জেলা ব্র্যাকের সমন্বয়কারী মোঃ রইসউদ্দিন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, ডেপুটি ম্যানেজার মোঃ তারিকুল ইসলাম, জেন্ডার জাস্টিস ও ডাইভারসিটির আঞ্চলিক ব্যবস্হাপক খালেকুজ্জামান, লই’য়ার মোঃ হাবিবুর রহমান, সেলপ এর এসোসিয়েট অফিসার মোঃ মাসুদ রানা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।