আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে ভারতীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘গীতিময় স্বর্ণালী সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা সম্মাননা স্মারক ও উত্তরীয়রূপে গামছা প্রদান, জাতীয় সংগীত, আলোচনা সভা ও মনোমুগ্ধকর সংগীত ও নৃত্য পরিবেশ করা হয়।
সিরাজগঞ্জ বাউল শিল্পগোষ্ঠী এর সহযোগিতায় ভারতীয় শিল্পীদের নিয়ে গীতিময় স্বর্ণালী সন্ধ্যা'র আয়োজনে অনুষ্ঠান পরিকল্পনা রয়েছে আব্দুল মালেক তরফদার (স্বপন চেয়ারম্যান) ও রাজনৈতিক, ঠিকাদার ও কবি আনিসুজ্জামান পাপ্পু ও অনুষ্ঠান সংযোজন করেন, সঞ্জিব সরকার
ভারতের কলকাতার শিল্পীদের নিয়ে গীতিময় স্বর্ণালী সন্ধ্যা অনুষ্ঠান সোমবার (২০মে-২০২৪) সন্ধ্যা রাতে সিরাজগঞ্জ শহরের শহিদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী তিনি তার বক্তব্যে বলেন, ভারতের কলকাতা থেকে আগত এ সাংস্কৃতিক দল সিরাজগঞ্জে আসায় তাদের শুভেচ্ছা ও স্বাগত জানাই। তাদের সংগীত ও নৃত্য পরিবেশনা করে মুগ্ধ করবে । এপার বাংলা -ওপার বাংলার একই ভাষা-সংস্কৃতির এই মেলবন্ধন আমাদের মাঝে ছিল, আছে এবং থাকবে । সিরাজগঞ্জ বাউল শিল্পীগোষ্ঠীর সহযোগিতায় এমন আয়োজনে আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোয় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন, উদ্বোধক সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শামীম তালুকদার লাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি ম্যাটস এর প্রিন্সিপাল ডাঃ মোঃ আব্দুর রশিদ প্রমুখ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ভারতের কলকাতার বাচিক শিল্পী অন্তরা দাশ গুপ্ত। সংগীত পরিবেশন করেন, কলকাতার শিল্পী সচ্চিদানন্দ ঘোষ,রোদ্দুর সহ অন্যরা এবং মনোমুগ্ধকর নৃত্য পরিবেশ করেন ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।