লালন একাডেমী সিরাজগঞ্জের আয়োজনে মহাত্মা লালন শাহ`র ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে লালন গীতি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৭ই নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় সিরাজগঞ্জ শহরের শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ লালন একাডেমীর সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিহার রঞ্জন দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন অধ্যাপক ডা. শামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সভাপতি হেলাল আহমেদ। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে'র কনসার্টেন্ট ডা. কে এইচ মুরাদ।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ ও কুষ্টিয়ার শিল্পী বৃন্দ সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে লালন গীতি প্রতিযোগিতায় তিনটি গ্রুপে মোট ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।