আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
"নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এ শ্লোগান ধারণ করে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর তৃতীয় দিনে প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ জুলাই) সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে - উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন । সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সদরের সমবায় কর্মকর্তা আমাত-উল-ইলাহ, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ, সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম তালুকদার, সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তাক আহমেদ প্রমুখ।
এসময় জেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীগণ এবং সদর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের সকল কর্মকর্তা- কর্মচারীগণ, বিভিন্ন ইউনিয়ন হতে আগত মৎস্যচাষি, মৎস্যজীবিগণ উপস্থিত ছিলেন ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।