আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
“মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে-সিরাজগঞ্জ সদর অংশে যমুনা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ ধরার অপরাধে-মোবাইল কোর্টের মাধ্যমে ১৩ জেলেকে কারাদন্ড প্রদান করেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে উক্ত – পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ১৩ জন জেলেকে, আনুমানিক ১ লক্ষ ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ আটক করা হয়।
সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ,
মোবাইল কোর্টে ১৩ জন জেলের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতায় ছিলেন, সিরাজগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আনোয়ার হোসেন, সদর ভূমি অফিস, মৎস্য দপ্তর ও সিরাজগঞ্জ আনসার ব্যাটিলিয়নের কর্মকর্তা, কর্মচারীগন উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন।