নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক বিরোধী অভিযানে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল কোম্পানী
,র্যাব-১২ সিরাজগঞ্জ এর সদস্যরা।
রবিববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ শফিকুর রহমান।
আটককৃত আসামী সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর গড়াদহ উত্তরপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে কাশেম আলী(৪৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া থানাধীন বাবলাপাড়া গ্রামস্থ বাবলাপাড়া জামে মসজিদের সামনে
উল্লাপাড়া-শাহাজাদপুরগামী হাইওয়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তাহার নিকট হইতে ১৯৮ পিস ইয়াবা, ০১ টি মোবাইলসেট ও নগদ ১,০০০/- টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।