সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, চৌহালী ও কামারখন্দ উপজেলার নবনির্বাচিত২১জন ইউপি চেয়ারম্যানগন শপথ গ্রহন করেছেন।
রোববার (৬ ফেব্রুয়ারী) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষেঐ শপথ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এসময় তিনি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্য বক্তব্য বলেন, তৃণমূল পর্যায়ে মানুষের সেবা পৌছাইয়া দিতে ইউনিয়ন পরিষদের ভূমিকা অপরিসীম। আধুনিক ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জনসেবা পৌঁছে দিতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। জন্মনিবন্ধন থেকে শুরু করে ভূমি খাজনা খারিজের কাজের
আনুষঙ্গিক কাজ সহ মাদক প্রতিরোধ, গ্রাম আদালত পরিচালনায় জন প্রতিনিধি চেয়ারম্যান ও ইউপি মেম্বারদের ন্যায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানান।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন, জেলা নির্বাচন কমিশনার মোঃ শহিদুল ইসলাম, নিবার্হী ম্যাজিষ্টেট্র মোঃ আবুবকর, শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আজাদ রহমান, কামারখন্দ উপজেলার নির্বাহী অফিসার মেরিনা সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস, এম শহিদুল্লাহ সবুজ,চৌহালী উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে, শপথ বাক্যপাঠ করেন,
শাহজাদপুর উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের ১নং কায়েমপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল আলম (ঝুনু) ২নং গাড়াদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম,৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর জাহান,৪নং রূপ বাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,আব্দুল মোল্লা,৫নং গালা ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল বাতেন,৮নং বৈলতৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম,৯নং খুকনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মুল্লুক চাঁন,১০নং কৈজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন,১২নং ধরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু শামীম,১৩নং জালাল পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান মাহমুদ, চৌহালী উপজেলার ১নং সাদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম,২নংস্থল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম,৩নং ঘোরজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রমজান আলী,৪নং মীরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন,৫নং খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ বিদ্যুৎ,৬নং খাসপুকুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান,৭নং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল কালাম, কামারখন্দ উপজেলার ১নংভদ্রঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক খান,২নংঝাঐল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাফ হোসেন ঠান্ডু,৩নং জামতৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোকবুল হোসেন,৪নং রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ আকন্দ।