সিরাজগঞ্জ শহরের অন্যতম বিদ্যাপীঠ শাহিন স্কুলের প্লে হতে দশম শ্রেণির শিশু শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রদান করা সহ পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ করা হয়েছে।
রবিবার (২৬ জুন) সকাল ৯টা হতে দুপুর পর্যন্ত শহরের বাণিয়াপট্রুিতে অবস্থিত স্কুলের পাশে সোনি হোটেলের কমিউনিটি সেন্টারের কন্ফারেন্স রুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহিন স্কুলের প্রায় ৬ শতাধিক শিশু শিক্ষার্থীরা ও অভিভাবকের অংশ গ্রহণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ও পুরস্কার বিতরণ করেন, সিরাজগঞ্জ শাহিন স্কুলের নির্বাহী শাখার পরিচালক আব্দুল করিম তালুকদার। অনুষ্ঠানের সঞ্চালনা ও সভাপতিত্ব করেন, শাহিন স্কুলের শাখা পরিচালক মোঃ নূরুল হক। এসময় অত্র স্কুলের সকল শিক্ষক -কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আজিজুর রহমান মুন্না / কলমের বার্তা
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।