সিরাজগঞ্জ জেলার কর্মরত প্রিন্টিস ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৩০জন সাংবাদিক ১২-১৩ মার্চ দুই দিনের অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অফিসার্স ক্লাব হলে শনিবার সকালে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি ন্যাশনাল ডেভোলপমেন্ট প্রোগ্রামের ব্যাবস্থাপনায় ও দি এশিয়ান ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় রাইট টু ইনফরমেশন ফর গুড গভার্ন্সেস(আর টুআইজী) প্রকল্পের আওতায় তথ্য অধিকার আইন বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ড.ফারুক আহম্মেদ। তিনি বক্তব্যে বলেন জনসাধারনের তথ্য জানার অধিকার রয়েছে। সরকারের উন্নয়নের চিত্র ও প্রকাশ ও দূর্নীতি মুক্ত সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে জাতির জনকের কন্যা সেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তথ্য প্রযুক্তি মাধ্যমে তথ্যের আদান-প্রদান সহজতর হয়েছে। দেশের উন্নয়নের জন্য সাংবাদিক ভাইবোনদের ভূমিকা অপরিসীম। অবাধ তথ্যপ্রবাহের জন্য যেকোন সহযোগীতার আশ্বাস দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিপির নির্বাহী পরিচালক ও সিরাজগঞ্জ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলাউদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু,যুগ্নসাধারন সম্পাদক আব্দুল মজিদ, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড.প্রদীপ কুমার পান্ডে। তিনি প্রশিক্ষনে অংশগ্রহণকারী সাংবাদিকদের বিষয়ভিত্তিক তথ্য অধিকার আইনের ও অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরেন। এবং ভিডিও চিত্রের মাধ্যমে স্বামখ্য তথ্য উপাত্ত উপস্থাপন করেন। এসময় সিনিয়র সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নউত্তর পর্বে মধ্যমে অনেক জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছেন।এনডিপির আর টুআইজি প্রকল্প কর্মকর্তা স্বপ্ন সেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।