সিরাজগঞ্জের একসঙ্গে সিএনজি চালিত অটোরিকসা, ব্যাটারি চালিত ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে পাঁচ জন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল১০ টায় সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের চিলগাছা বটতলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজি চালিত অটোরিকশার চালক কাজিপুর উপজেলার ক্ষুদবান্ধি গ্রামের আনোয়ার হোসেন (৪২) ও সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের লালচানের ছেলে মোটরসাইকেলের আরোহী ফজলুল হক (৩০)।আহতরা হলেন- শহরের সয়াধানগড়া এলাকার বাসিন্দা সীমান্ত বাজার ডিগ্রি কলেজের প্রভাষক মনজুর কবির (৫৫), ধানবান্ধি এলাকার বাবলু শেখের ছেলে ঈদিল শেখ ও সয়াধানড়া এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে রাসেল।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম বলেন , একটি সিএনজি চালিত অটোরিকশা ভেওয়ামারা বাজার থেকে ছোটখাট একটি দুর্ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছিল।এ অবস্থায় পথে চিলগাছা বটতলা বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও একটি ইজিবাইকের সঙ্গে একসঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালিত অটোরিকশার চালক আনোয়ার হোসেন। আহত হন মোটরসাইকেলের আরোহী ফজলুল হক ও ইজিবাইকের তিন যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে ফজলুল হককে মৃত ঘোষণা করেন কর্মরত চিকিৎসক।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।