রোববার দুপুরে সিরাজগঞ্জে এইচআরডি নেটওয়ার্কের মাসিক মিটিং শেষে সিরাজগঞ্জ জেলার মানবাধিকার ও লিগ্যাল এইডে বিভিন্ন মামলা নিয়ে সৌজন্য সাক্ষাত ও আলোচনা করেন সিনিয়র সহকারী জজ জিনাত জাহান এর সাথে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর প্রতিনিধি এ্যাডঃ নাহিদ শামস এবং এনডিপির উপব্যবস্থাপক ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস শিপন চন্দ্র নাগ।
আলোচনায় সিনিয়র সহাকারী জজ ও লিগ্যাল এইড অফিসার মহোদয় লিগ্যাল এইডে যতগুলো মামলা বা অভিযোগ হয়েছে তার সঠিক বিচার পাওয়ার ক্ষেত্রে তিনি সার্বিক সহযোগিতা করবেন বলে জানান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।