সিরাজগঞ্জে ৩০ জন হিউম্যান রাইটস ডিফেন্ডারসদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল ২০২৩) বিকেলে সিরাজগঞ্জ জেলা শহরের আরমানী রেস্টুেরন্ট কমপ্লেক্সের সভা কক্ষে-
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এনডিপি)’র আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর সহযোগিতায় ডিএইচআরএনএস প্রজেক্টের আওতাধীন
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ হুমায়ুন কবির।
এতে সভাপতিত্ব করেন এনডিপি’র নির্বাহী পরিচালক ও সিরাজগঞ্জ এইচআরডি নেটওয়ার্ক এর কনভেনার মোঃ আলাউদ্দিন খান। সভাটি পরিচালনা করেন এনডিপির উপপরিচালক (এমএন্ডই) কাজী মাসুদুজ্জামান। সভায় ১ ফেব্রুয়ারি - ২০২৩ হতে ১১ এপ্রিল ২০২৩ পর্যন্ত ফেক্ট ফাইন্ডিংস রিপোর্ট উপস্থাপন,, ত্রৈমাসিক অগ্রগতি রিপোর্ট নিয়ে আলোচনা, সিরাজগঞ্জ জেলার মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা, মানবাধিকার লংঘন জনিত ঘটনার পরিপ্রেক্ষিতে মামলার ফলোআপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিশেষে পবিত্র রমজান মাস উপলক্ষে এবং সদ্য প্রয়াত ডাঃ জাফরুল্লাহ চৌধুরী'র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন,সিরাজগঞ্জ পৌর এলাকার খাতুনে জান্নাত দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা মোঃ শহিদুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন সিএসও কোয়ালিশনের সহ-সভাপতি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন প্রমূখ। পরে বাদ মাগরিব ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।