সিরাজগঞ্জ জেলার ৩০ জন হিউম্যান রাইটস ডিফেন্ডারসদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এনডিপি)’র আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর সহযোগিতায় ডিএইচআরএনএস প্রজেক্টের আওতাধীন -
রোববার (২৩ জুলাই) সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের দরগা রোডস্থ এনডিপি শহর শাখা অফিসে উক্ত সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ এইচআরডি নেটওয়ার্ক এর কনভেনার এবং এনডিপির নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিনিধি এ্যাডঃ নাহিদ শামস। সভাটি পরিচালনা করেন এনডিপির উপপরিচালক (এমএন্ডই) কাজী মাসুদুজ্জামান। সভায় ১ জুলাই হতে ২২ জুলাই ২০২৩ পর্যন্ত সিরাজগঞ্জে মানবাধিকার লংঘন জনিত বিভিন্ন ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জুলাই ২০২৩ ইং মাসের ফেক্ট ফাইন্ডিংস রিপোর্ট উপস্থাপন ও অগ্রগতির রিপোর্ট, বিগত দিনের মামলার ফলোআপ নিয়ে বিস্তারিত আলোকপাত হয়। তাছাড়া সিরাজগঞ্জ জেলার মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনায় সলঙ্গা থানার অন্তর্গত সংখ্যা লগুর একটি পরিবারের জমি একই গ্রামের প্রভাবশালী একটি মহল জোর পূর্বক দখল করার ঘটনাটির বিষয়টি নিয়ে কাজ করার জন্য ৭ সদস্য কমিটি গঠন করা হয়।
সভায় সিরাজগঞ্জ জেলার মানবাধিকার নিয়ে বক্তব্য রাখেন দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, সহকারী কনভেনার হেলাল আহমেদ, আরচেস এর উপনির্বাহী পরিচালক ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস মোঃ আমিনুল ইসলাম প্রমূখ। সভাটি সফল করার জন্য সার্বিক ভাবে সহযোগিতা করেন, এনডিপি'র প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।