আজিজুর রহমান মুন্না,, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ১২ কেজি গাঁজাসহ আসাদ মিয়া(৪৮) নামের ওক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলার থানা পুলিশ।
জানা যায়, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম বার পিএমবার এর দিক-নির্দেশনায় সহকারী পুলিশ সুপার আদনান মুস্তাফিজ, কামারখন্দ সার্কেল ও আব্দুল কাদের জিলানী, অফিসার ইনচার্জ, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
শুক্রবার (১১ আগষ্ট) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে উত্তরবঙ্গগামী “একতা পরিবহন” নামক যাত্রীবাহী বাস, যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১৪-৮১৩৬।
আটককৃত ব্যক্তি হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কালিপুর গ্রামের মৃত লাল মিয়া ওরফে লালুর পুত্র। ওই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।