সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় ১৮ কেজি গাঁজাসহ রাজীব চন্দ্র ঘোষ ওরফে ইব্রাহিম খলিল (নওমুসলিম) (৩০) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২’সদস্যরা।
রাজীব চন্দ্র ঘোষ ওরফে ইব্রাহিম খলিল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার আনন্দপুর, উত্তর তেতাবুনি গ্রামের মৃত বিজয় চন্দ্র ঘোষের ছেলে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে ঢাকা হতে দিনাজপুরগামী একটি যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করেন। উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকালে র্যাব-১২’র মিডিয়া অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।