সিরাজগঞ্জের বঙ্গবুন্ধ সেতু পশ্চিম থানা এলাকায় ৩৬ লক্ষ টাকার হেরোইনসহ শেফালী ও জেসমিন নামের ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
র্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন নির্দেশনায় (৩১ মার্চ) সন্ধায় র্যাব-১২’র আভিযানিক দল বঙ্গুবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে ষ্টেশন এর দক্ষিণ পার্শ্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
রাজশাহী -গোদাগাড়ী থানার বিদিরপুর বারমাইল গ্রামের ইমরান আলীর স্ত্রী শেফালী বেগম(৫০) ও তার মেয়ে জেসমিন আক্তার সুরভী(২২)কে ৩ শত ৬৩ গ্রাম হেরোইন গ্রেফতার করেন। এছাড়াও তাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল এবং নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার সকালে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি নিশ্চিত করেছে র্যাব-১২’র মিডিয়া অফিসার মোঃ মনিরুজ্জামান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।