শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৫:৫৪ অপরাহ্ন

সিরাজগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ :
  • সময় কাল : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৬৫ বার পড়া হয়েছে।

সিরাজগঞ্জে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়নের আওতায় – ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করে -সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদরের আয়োজনে- মেলায় ১৯ টি স্টল করা হয়েছে।

শনিবার (৫ মার্চ) সকালে উক্ত মেলা উদ্বোধনের পূর্বে সদর উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভার পর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সামনে – কৃষিমেলাটি সুন্দর করে সাজানো ও আলোকসজ্জা করা হয়েছে। – অতিথিগন মেলার শুভ উদ্বোধন করেন, বেলুন উড়িয়ে, ফিতাকেটে, র‍্যালী প্রদর্শন করে।
এসময় দর্শনার্থীরা, স্থানীয় প্রান্তিক কৃষকদের অনেকে উপস্থিত ছিলেন ।

মেলাটির শুভ উদ্বোধন করেন, উদ্বোধক ও প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
এতে সভাপতিত্ব করেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম নাছিম রেজা নূর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনাহেনা, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ বেল্লাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ অ্যামেলিয়া জান্নাত ও সদর এইও – কৃষিবিদ সাব্বির সিফাত । এ মেলায় স্টলে প্রদর্শন করা হয়েছে বিভিন্ন ধরনের ফলমূল, সবজি, বীজ ও আধুনিক রোপনপদ্ধতি ও নিয়মাবলির লিফটেট, করে প্রদর্শন করা হয়েছে মালচিং পদ্ধতি , বসতবাড়ী সবজি চাষ,ভাসমান বীজতলা, ভাসমান সবজিচাষ পুকুরের উপরে মাচায় সবজি চাষ প্রভৃতিতে পদ্ধতি দেখানো হয়েছে।

2
Spread the love

নিউজটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরোও খবর
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি দণ্ডনীয় অপরাধ
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102