সিরাজগঞ্জ কোর্ট চত্বরে পৌর পাবলিক টয়লেট উদ্বোধন করলেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহাবুবুর রহমান। বুধবার (১১ জানুয়ারি-২০২৩) দুপুর ২টায় এসময়ে সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা,সিরাজগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী এস এম রবিন শীষ, সিরাজগঞ্জ পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান রানা, আইনজীবীবৃন্দ, সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর বৃন্দ, কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সিরাজগঞ্জ বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।