প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২২, ১০:১২ অপরাহ্ণ
সিরাজগঞ্জ খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নে চেয়ারম্যান ও ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
"শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ "এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচি যথাযথ বাস্তবায়নে সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ১০ টি খাদ্য বান্ধব ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২ টা দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সিরাজগঞ্জ সদর খাদ্য বিভাগের আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস, এম রকিবুল হাসান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে , মাননীয় জাতীয় সংসদ সদস্য ৬৩ সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক হাসনা হেনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি। উক্ত সভা সঞ্চালনা করেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আনোয়ার হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, বাগবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল হাসান রশিদ মোল্লা, বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সেলিম রেজা, কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল সবুর সেখ, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সি ও ইউনিয়ন পরিষদের সদস্য প্রমুখ। এসময় খাদ্যবান্ধব কর্মসূচির সকল ডিলারগণ উপস্থিত ছিলেন ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.