সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে সম্মাননা ও ক্রেস্ট পেয়েছেন মো. বাবুল শেখ। তিনি তাড়াশ উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান। সিরাজগঞ্জ জেলা ৩৯ বছর পূতি উপলক্ষে দৈনিক কলম সৈনিক পত্রিকার আয়োজনে তাকে এ সম্মাননা ও ক্রেস্ট দেয়া হয়।
সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১২ টার দিকে দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক মোহাম্মদ হামিদ এর সভাপতিত্বে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে সম্মাননা ও ক্রেস্ট দেয়া হয়েছে।
জানা গেছে,সিরাজগঞ্জ জেলা ৩৯ বছর পূতি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আর এরই ধারাবাহিকতায় তাড়াশ উপজেলার তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখকে এ সম্মাননা ও ক্রেস্ট দেয়া হয়েছে।
মো. বাবুল শেখ উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে সম্মাননা ও ক্রেস্ট অর্জন করায় নিজ ইউনিয়নবাসীসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ বলেন, কাজের স্বীকৃতি সব সময় আনন্দের। এ কৃতিত্ব আমার একার নয়। এই সম্মাননা তাড়াশ বাসীকে উৎসর্গ করলাম। ভবিষ্যতেও ভালবাসার মানুষ হিসেবে তাড়াশ বাসীর পাশে থেকে কাজ করতে চাই। আমি সবার সবসময় মঙ্গল কাসনা করি,আমার জন্য ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।
উল্লেখ্য, করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জনগণকে সরকারি বরাদ্দের ও ব্যক্তিগতভাবে চাল, ডাল, স্যানিটারিজ, নগদ টাকাসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আর তখন থেকেই জনগণ তাকে করোনাযোদ্ধা হিসেবে খ্যাতি দিয়েছেন। পৌরসভাজুড়ে ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে তার। বিশেষ করে তরুণ সমাজের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ছাত্রলীগ থেকে উঠে আসা এই নেতা, জনসাধারণের পাশে থেকে সবধরনের সহযোগিতা করে যাচ্ছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।