সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক প্রয়াত জুলফিকার হায়দার খান খোকন এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের আয়োজনে- মরহুম জুলফিকার হায়দার খান খোকনের রুহের মাগফেরাত কামনা করে শুক্রবার সকালে খতমে কোরআন খানি, বিকেল ৪ টার দিকে সিরাজগঞ্জ শহরের এস.এস. রোডস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে
মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভার সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব কে.এম. হোসেন আলী হাসান।
সন্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আব্দস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন সহ জেলা, থানা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন, মরহুমের আপন ছোট ভাই সাবেক কৃষক লীগে নেতা ফুলাদ হায়দার খান ও মরহুমের ছোট ভায়ড়া জুলফিকার আজাদ। বক্তাগন মরহুমের ব্যাক্তি ও ত্যাগি রাজনৈতিক কর্মকান্ড তুলে ধরে উপস্থিত ছাত্র লীগের নেতা কর্মীদের অুসরণের নির্দেশ দেন। সভায় আরো উপস্থিত ছিলেন জেলা, থানা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতা কর্মী।
অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা কঁরেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক উপাধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।