ঢাকা সরকারি বাংলা কলেজের সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সংগঠনের নতুন কমিটি গঠন হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে উপদেষ্টা এম, আর, কে মজনু পাটোয়ারী, মোঃ সবুজ মিয়া, কাওছার আহমেদ কাইয়ুম, মোঃ শামীম হোসাইন,এস,এ, সাদ, ফয়সাল হাসান,আবু কাহার হোসেন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয় ।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে মাসুদ রানা ও সাধারণ সম্পাদক মো: মুশফিক আকন্দ'কে নির্বাচিত করা হয়।
উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সংগঠন, সরকারি বাংলা কলেজের পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষনা করে আগামী ১ (এক) বছর মেয়াদের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হলো। আগামী (৬০) কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।