সিরাজগঞ্জ জেলার সাহিত্যিক সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে দু'দিন ব্যাপী 'জেলা সাহিত্যমেলার প্রথম দিনে লেখকদের নিবন্ধন, উদ্বোধন, আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, কবি, লেখকদের স্বরচিত কবিতা/গল্প/নাটক থেকে পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বাংলা একাডেমির সম্বয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার (৭ ফেব্রয়ারি) সকাল ৯ টায় লেখকদের নাম নিবন্ধন এবং ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ (২) সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি তার বক্তব্যে বলেন, সিরাজগঞ্জ হলো লেখক, কবি, সাংবাদিক, সাংস্কৃতিকবিদের তীর্থস্থান, জ্ঞানীগুণি জনদের জন্মভূমি।
সাহিত্য হলো সমাজের দর্পন। তাই বেশি বেশি করে ভালো বই পড়তে হবে, আবৃত্তি, সংগীত, নাটক ও খেলাধূলায় মনোনিবেশ করতে হবে। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন, সংসদ ও আইন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মোখলেছুর রহমান আকন্দ। স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডঃ কে,এম, হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপিকা করুণা রাণী সাহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ প্রমুখ। আরো সন্মানিত অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রায়হান কবীর,স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারি কমিশনার ও ম্যাজিষ্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি, মোহাম্মদ মাসুম বিল্লাহ, পরাগ সাহা, ইশরাত জাহান সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা কবি নূরন্নবী খান জুয়েল। দুপুর ১২ টায় প্রবন্ধের বিষয় সিরাজগঞ্জ জেলার কথা সাহিত্য, নাটক, প্রবন্ধ অন্যান্য" প্রাবন্ধিক অধ্যাপক করুণা রাণী সাহা, আলোচক ছিলেন, লেখক ও গবেষক ইসহাক খান। বিকেল ৩ টায় স্থানীয় লেখকদের পরিবেশনায় স্বরচিত কবিতা,গল্প,নাটক থেকে পাঠ করা হয়। সন্ধ্যা সাড়ে ৬ টায় জেলা শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে "তরুণ সম্প্রদায়ের পরিবেশনায় -নাটক "অসমাপ্ত " মঞ্চস্থ হয় এবং নাচ, গান পরিবেশন করা হয়েছে।
প্রথম দিনের সাহিত্যমেলায় এসেছিলেন, কবি এস,এম হাফিজ, আলমগীর নিষাদ, আদিত্য আনাম, শাকিব শাকিল, এস,এম মকুল মোহাম্মদ শাওয়াব, হোসনে আরা নাসরিন দোলন, গঞ্জের আলী জীবন, আজিজুর রহমান মুন্না, আব্দুল আলীম তালুকদার, আব্দুর রাজ্জাক সহ শতাধিক কবি, সাহিত্যিক,লেখক, গুণীজন,সুধীজন সহ বিভিন্ন স্কুল /কলেজের শিক্ষার্থীরা এ সাহিত্যমেলায় অতিথি পাখিদের মত প্রাণের টানে ছুটে এসেছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।