প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৫, ৫:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৩, ২:৪২ অপরাহ্ণ
সিরাজগঞ্জ বাসচালকের সহকারীকে পুলিশের মারধর, মহাসড়কে যানজট
সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে বগুড়াগামী একটি বাসের চালকের সহকারী রুবেলকে পুলিশ সদস্যের মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে মহাসড়কে যানবাহনের জট তৈরি হয়।
বৃহস্পতিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের রয়হাটি জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কোনো কারণ ছাড়াই
হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ সদস্য আল- আমিন বগুড়াগামী বাসচালকের সহকারীকে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন। রুবেলের দুই পায়ে গুরুতর আঘাত পান। এসময় বাসের যাত্রী ও স্থানীয়রা পুলিশ সদস্যকে ঘেরাও করলে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে আহত রুবেলকে হাসপাতালে নেওয়া হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার টিআই মনিরুল ইসলাম যানজটের বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি তুচ্ছ ঘটনা নিয়ে সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কে যানজট ছিল। তবে এখন যানজট নেই।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.