জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র দেওয়া বানভাসিদের জন্য ত্রাণ- সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর দূর্গম চরাঞ্চল কাওয়াকোলা ইউনিয়নের
বানভাসি অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে-
বুধবার (২৯ জুন) সকাল হতে দুপুর পর্যন্ত দুর্গম চরাঞ্চল কাওয়াকোলা, কাটেংগা, দোগাছি, হাট-বয়ড়া, সয়াসেখ, বড়কয়ড়া, ছোটকয়ড়া, বর্ণি, দোরতা,চন্ডাল, বয়ড়া, উত্তর জামুয়া সহ বিভিন্ন স্থানের বানভাসি অসহায় ও দুঃস্থ' ২৫০ জনপরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
এ সময় যমুনা নদীতে নৌকাযোগে চরাঞ্চলের ওই সব স্থানে গিয়ে নিজ হাতে চাউল বিতরণ করেন, প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন তার সাথে ছিলেন, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী, সদর উপজেলা আওয়ামী লীগের নেতা সৈয়দ বেল্লাল হোসেন।
আরো উপস্থিত ছিলেন, কাওয়াকোলা ইউপি'র সদস্য - মোঃ আব্দুস সালাম, সানোয়ার হোসেন, শাহজালাল, মনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, আফসার আলী, গোলাম মোস্তফা, জনাব আলী, কোহিনূর খাতুন, সাজেদা খাতুন ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও গ্রামপুলিশের একটি টিম। চরের বানভাসি অসহায়, দুঃস্থরা এ চাউল পেয়ে খুশি হয়েছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।