সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান এর তত্ত্বাবধানে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর অংশে অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
মঙ্গলবার (২২ নভেম্বর -২০২২) বিকেলে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর অংশ হতে অবৈধ কারেন্ট জাল আটক করা হয় এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জের সহকারী মৎস্য কর্মকর্তা (ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প) রিপন কুমার, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বী, অফিস সহকারী মোঃ আলী হাসান এবং নৌ-পুলিশ সিরাজগঞ্জ এর অফিসার ইন চার্জ মোঃ দেলোয়ার হোসেন ও তাঁর টিম।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।