সিরাজগঞ্জ সদরে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন -"উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) সকাল১০ টা হতে দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন - সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন - কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর।
স্বাগত বক্তব্যে রাখেন - জেলা পাট কর্মকর্তা মোঃ নাজমুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - সিরাজগঞ্জ বিএডিসি এর উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন এবং সঞ্চালনা করেন - সিরাজগঞ্জ সদর উপজেলা পাট কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম লুলু।
এসময়ে প্রশিক্ষণে সদর উপজেলার ৭৫ জন পাট উৎপাদন কারী চাষী অংশ গ্রহন করে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।