আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের বিভিন্ন প্রাথমিক সমিতি/ দলের সুফলভোগী সদস্যদের নিয়ে ৩ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের আয়োজনে - মঙ্গলবার (১২ ডিসেম্বর-২০২৩) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বিআরডিবি'র প্রশিক্ষণ হলরুমে উক্ত প্রশিক্ষণে - কৃষি ও প্রাণিসম্পদ কার্যক্রম উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করেন - জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -বিআরডিবি সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ কাওছার আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র(১) নূরুল হক প্রমুখ। অনুষ্ঠানে বিষয় ভিত্তিক আলোচনা ও সঞ্চালনা করেন - সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান। এসময়ে সুফলভোগী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।