সিরাজগঞ্জ সদর বহুলী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) সকালে বহুলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে – বহুলী ইউনিয়নের ২০২২-২৩ অর্থ বছরের জন্য বাজেট উপস্থাপন করেন, অত্র ইউনিয়ন পরিষদের সচিব এস.এম মনিরুল ইসলাম ।
বাজেট এ সম্ভাব্য রাজস্ব খাত হতে আয় ধরা হয় ৩ কোটি ৪৫ লাখ ৫৯ হাজার ৩৪৫ টাকা। সরকারি উন্নয়ন খাত হতে ব্যয় ৩ কোটি ৪৫ লক্ষ ৫ হাজার ৭৪৫ টাকা, উদ্বৃত্ত- ৫৩ হাজার ৬ শত টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
এসময় ইউপি সদস্য, মোঃ আলম তালুকদার, মোঃ আরিফুল ইসলাম, মোঃ মোক্তার হোসেন, মোঃ ফরিদুল ইসলাম, মোঃ
দেলোয়ার হোসেন, মোঃ আতিকুর রহমান ইকবাল, জাকারিয়া ইসলাম বাবু, জামিল হোসেন, শাহজাহান আলী, মোছাঃ রিনা খানম, মোছাঃ শিরিনা খাতুন মোছাঃ নূরমহল খানম, ইউনিয়ন আঃলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, আঃ লীগ নেতা আতিকুর রহমান, মজনু সেখ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন খান সহ আঃ লীগের অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী এবং বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মন্ডল, কৃষক ও মাতব্বর মোঃ আব্দুস ছালাম সেখ, কৃষক গোলাম হোসেন, আছাব মন্ডল, শিক্ষক জয়নাল আবেদীন, ইমাম মওলানা আবু তালহা আনসারী, বিশিষ্ট ব্যবসায়ী ঠিকাদার মোঃ মাহফুজর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।