সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজের নানা আয়োজনে মহান শহিদ দিবস ও ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৩ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার ভোর পৌনে ৭ টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন অর্ধনির্মিত করণ ও কালোব্যাজ ধারণ, সকাল ৭ টায় শহিদদের সন্মানার্থে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং পৌনে ৮ টায় শহিদ মিনারে আলোচনাসভা ও দেশাত্মবোধক সঙ্গীত,কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। বাদ জোহর কলেজ জামে মসজিদে পবিত্র কোরআনখানি, ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর টি.এম. সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ, কলেজে শিক্ষক পরিষদের সম্পাদক হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শরিফ -উস- সাঈদ প্রমুখ।
২১ ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৩ উদযাপন কমিটির আহবায়ক সিরাজগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর টি.এম. আব্দুল কাদের।
এ সময়ে অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন, কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম তালুকদার, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ মুন্না এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সকল অধ্যাপক, সহযোগী অধ্যাপকগণ, শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীবৃন্দরা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
১৯৫২ সালের এইদিনে মোদের প্রাণের বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে বাংলার তৎকালীন (পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুব সমাজ সহ সর্বস্তরের মানুষ সে সময়ে শাসকগোষ্ঠীর চোখ রাঙানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত ভাবে রাজপথে নেমে আসে।
মায়ের ভাষা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন দূর্বার গতি পাকিস্তানি শাসকদের শঙ্কিত করে তোলায় সেদিন ছাত্র- জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম,জব্বার, শফিক, বরকত,রফিক সহ নাম না জানা অনেকে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।