সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকায় হযরত উম্মেদ আলী ফকির (রঃ) জামে মসজিদকে দুই ভাগে বিভক্ত করে একটি পক্ষ।
আজ ৫ শে ডিসেম্বর রবিবার জোহরের নামাজ আদায় করতে গেলে মসজিদের সামনের অংশে লাল রং দিয়ে নামাজ আদায় করার স্থানকে দুই ভাগে বিভক্ত করে দেয় আলম মাষ্টার, আলী আকবর, আলী আহমদ সহ অন্যরা । এই বিষয়ে স্থানীয় মুসল্লীরা রং দেখার বিষয়ে জানতে চাইলে এতে করে মুসল্লীদের সাথে আলম মাস্টার ও অন্যদের মাঝে হাতাহাতির ঘটনা ঘঠে।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তারেক উদ্দিন শিকদারের আশ্বাসে সুসল্লিরা শান্ত হন। এতে করে নামাজ আদায় না করে আলম মাষ্টার মসজিদ ত্যাগ করে চলে যান। গত শুক্রবার জুমার নামাজ আদায়ের সময় মসজিদ কমিটির সভাপতি নূর মাহমুদ এর কাছে বিগত বছরের মসজিদের হিসাব চাইলে তার সাথে মুসল্লীগের বাক বিতণ্ডা হয়। পরে মুসল্লীরা তাকে মসজিদ থেকে বের করে দেয়।
এবিষয়ে এলাকাবাসী স্থানীয় চেয়ারম্যান এর নিকট একটি অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। স্থানীয় মেম্বার সোহেল ও মাহবুব আলম এই বিষয়ে আমরা এলাবাসী ও স্থানীয় চেয়ারম্যান এর সাথে কথা বলেছি প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। আশা করছি কয়েক দিনের মধ্যের বিষয়টির সমাধান হবে ।