এ ঘটনায় এনায়েতপুর আদর্শগ্রাম থেকে ঐ নারীকে উদ্ধার ও নির্যাতনকারী দিপ্তি বেগমকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, কিছুদিন আগে দিপ্তি বেগমের কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন সোমা বেগম। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে সময়মত সুদের টাকা দিতে পারেননি। একারণে বাড়ি থেকে সোমাকে ধরে এনে গাছে সাথে বেঁধে মারপিট করে দিপ্তি বেগম।
এ ঘটনায় উল্লাপাড়া থানায় চাঁদাবাজির মামলা করেন ভুক্তোভোগি নারী।