চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজনে ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা চত্বরে ২০২২-২০২৩ অর্থ বছরে জরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় মাস কালাইয়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ এর সাবেক সাংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মতিউর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার,
সহসম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ, চাপাইনবয়াবগঞ্জ জেলা শাখার সবুজ আলী খান প্রমূখ।
অনুষ্ঠানে প্রতি জন কৃষককে ৫ কেজি করে মাসকালাই বীজ,১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।