পবিত্র রমজান উপলক্ষে কক্সবাজারে সৌদি সরকারের উপহার হিসেবে ২৩ হাজার রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে। কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের দেওয়া এসব খাদ্য সহায়তার বিতরণ সহযোগী হিসেবে কাজ করছে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে ১৫ দিনব্যাপী এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কিং সালমান সেন্টারের প্রকল্প পরিচালক শায়খ ফাহদ ইবনে আব্দুল্লাহ আল-মাহাদী।
এর আগে সাগর পাড়ের অভিজাত হোটেল ডিভাইন ইকো রিসোর্টের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। এ সময় কক্সবাজার জেলা ও পৌরবাসীর পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ জানান মেয়র।
আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শায়খ ইমাদ ইবনে আব্দুস সালাম ইবনে সুলাইম আলে সালেহ আল-মাহাদী, শায়ক উমর ইবনে মুহাম্মাদ ইবনে উমর আল-আনকারী, ওস্তাদ সালামাতুল্লাহ হামিদ হুসাইন, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের পরিচালক (উন্নয়ন) মোয়াজ্জেম হোসেন শাওন, বোরহান উদ্দীন, ফাউন্ডেশনের বিদেশ বিভাগের পরিচালক ড. মো. ওয়ায়েজ, মো. ইসহাক, তারিক চৌধুরী, হিল্লাল, আব্দুস সবুর, ফয়েজ উদ্দিন, নেজাম উদ্দিন ও মো. সেলিম উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।