মনির হোসেন বেনাপোল প্রতিনিধি : চাঁদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি ইব্রাহিম প্রধানিয়াকে যশোর থেকে আটক রয়েছে র্যাব সদস্যরা। আজ শুক্রবার রাতে ১টার পর বেনাপোল ডিগ্রী কলেজ এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। আটক ইব্রাহিম চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বকচর গ্রামের আব্দুল মোতালেব প্রাধানিয়ার ছেলে। ঈদের দিন ইব্রাহিম যৌতুকের দাবিতে তার স্ত্রীর গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে হত্যা করে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, একই এলাকার খাদেজা বেগমের সাথে চার বছর আগে ইব্রাহিমের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় খাদেজার উপর নির্যাতন করতে থাকেন ইব্রাহিম। তাদের ঘরে দুই সন্তান রয়েছে।এরমাঝে গত ঈদুর ফেতরের দিন বাজার না করায় ইব্রাহিমের সাথে খাদিজার কথাকাটাকাটি হয়। এরজেরে খাদেজার গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে পালিয়ে যান। পরে খাদিজাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর মেডিকেল পরে ঢাকায় আনা হয়। সেখানে তার মৃত্যু হয়। অন্যদিকে, আগুন লাগিয়েই পালিয়ে যায় ইব্রাহিম। এঘটনায় মামলা করেন নিহতের পরিবার। পুলিশ ইব্রাহিমের মাকে আটক করে। কিন্তু পালিয়ে যায় ইব্রাহিম। র্যাব জানতে পারে ইব্রাহিম বেনাপোলে অবস্থান করছেন। বৃহস্পতিবার রাত ১ টার সময়(শুক্রবার) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।