পঞ্চগর জেলার দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রামের মো. আলীম উদ্দিনের মেয়ে মমতাজ বেগম (২৮)।মমতাজ বেগম দীর্ঘ প্রায় ১২ বছর আগে বাড়ি ছেড়ে জীবীকা নির্বাহের উদ্দেশ্যে চলে আসেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়।পরে মমতাজ বেগম চাকরি নেন একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে।
বর্তমানে তিনি একটি ফ্যাক্টরীতে অপারেটর হিসেবে কর্মরত আছেন।তিনি কালিয়াকৈরের শিমুলতলা এলাকায় থাকেন।বর্তমানে এখানেই তিনি স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন।মমতাজ বেগম একটি ভাড়া বাসায় থাকেন।
তিনি পারিবারিক ভাবেই ৮ বছর আগে জহির উদ্দিন (৩১) নামের এক ব্যাক্তিকে বিয়ে করেন।জহির উদ্দিনের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার বড়শিলা গ্রামের মো. ছবুর উদ্দিনের ছেলে। ভালোই কাটছিল তাদের সুখের সংসার। তাদের সাংসারিক জীবনে ৬ বছরের ১ ছেলে সন্তান আছে।বিবাহের ২-৩ বছর পর থেকেই মমতাজ বেগমের উপর শুরু হয় নির্যাতন। চান যৌতুক।
টাকা না দিলেই শুরু হয় নির্যাতন। জহির উদ্দিন মাঝে মাঝে রাজমিস্ত্রী কাজ করলেও গত ১ বছর যাবত কোন কাজ করে না।স্ত্রীর টাকাই চলে তার সংসার।চাকরি করে মমতাজ বেগম তার সংসার চালানোর পাশাপাশি ৫ লক্ষ টাকা জমান।সেই টাকা কিছু একটা করবে এমন কথা বলে স্বামী নিয়ে নেয় তার ব্যাংক একাউন্টে।হঠাৎ করে গত ১৫ ই ফেব্রুয়ারী ২০২২ ইং তারিখ রোজ: মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে জাগানা পেয়ে স্ত্রী দেখেন তার স্বামী ঘরে নাই।রাতে অনেক খুঁজাখুঁজির পরও পাওয়া যায় নি তার স্বামী জহির উদ্দিনকে। ঘরে লক্ষাধিক টাকা ছিল,৩ ভরির মত স্বর্ণ ও ২ ভরির মতন রুপা ছিল সেগুলো নিয়েই পালিয়েছে তার স্বামী ।তারপর বিভিন্ন জায়গায় খুঁজ নিয়েও পাননি তার স্বামীকে।পরবর্তীতে লোকমুখে শুনতে পান তার স্বামী অন্য আরেকজনের স্ত্রী নিয়ে পালিয়েছে।কোথায় আছে তা কেউ বলতে পারে না।মমতাজ বেগমের সাথে কথা বললে এসব তথ্য দেন।
পরে কোন উপায় না পেয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মমতাজ বেগম।
জহির উদ্দিনের মা বলেন,আমরাও অনেক খুঁজাখুঁজি করেছি, করতেছি কোথাও পাই নাই। আর আমার ছেলে আমাদের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ করে না।
স্ত্রী মমতাজ বেগম বলেন,আমি সকলের নিকট বলতেছি যে, কেউ যদি আমার স্বামীর সন্ধান পান তাহলে আমাকে কল করবেন।আমি আমার সন্তান নিয়ে কি করব কোথায় যাব ভেবে পাচ্ছি না।আমি ৭ দিন ধরে চাকরিতে যেতে পারি না,সন্তান শুধু কান্না করছে।এসব কথাও তিনি কান্না কন্ঠেই সাংবাদিকদের বললেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানা সূত্রে জানা যায়, একটি লিখিত অভিযোগ পেয়েছি, আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।
জহির উদ্দিনের স্ত্রী মমতাজ বেগমের মোবাইল নাম্বার :-
01950-876469