কংগ্রেসের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী পাড়ি দিলেন বিদেশে। চিকিৎসার জন্য ছেলে রাহুলকে সঙ্গে নিয়ে শনিবার (১২ সেপ্টেম্বর) দেশ ছাড়েন তিনি।
স্বাস্থ্যের রুটিন চেকআপের জন্যই এই বিদেশযাত্রা বলে কংগ্রেস সূত্রে খবর। গত বেশ কয়েক বছর ধরেই শরীর ভালো নেই সোনিয়া গান্ধীর। জুলাই মাসেও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।
কংগ্রেস সূত্রের খবর পরের সপ্তাহেই ফিরে আসছেন রাহুল গান্ধী। দেশে ফিরে যোগ দেবেন সংসদের বাদল অধিবেশনে।