কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকালে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । মারা যাওয়া কয়েদি হলেন, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের মৃত আশ্রফ আলীর ছেলে নূর ইসলাম (৬৯)। এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা তাইজুদ্দিন (৭৬)।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আমিরুল ইসলাম জানান, হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নূর ইসলাম ওরফে শেখ চান এবং তাইজুদ্দিন কারাগারে বন্দি ছিল।
কারগার সূত্রে জানা যায়, মারা যাওয়া কয়েদিরা যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত ছিলেন। ২০১৯ সালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয় নূর ইসলামকে। এরপর থেকে কাশিমপুর কারাগার-১ এ বন্দি ছিলেন তিনি । তার কয়েদি নং নং- ৯৩৯০/এ। অপরদিকে কাপাসিয়া থানায় হত্যা মামলায় তাইজুদ্দিন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিল। সে ২০০৮ সাল থেকে কারাগারে বন্দি ছিল। আজ সকালে কারাগারের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে যায় তারা। পরে তাদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর সেখানে কর্তৃব্যরত চিকিৎসক সকাল ৬ টার পর তাদেরকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আমিরুল ইসলাম জানান, সোমবার সকালে তারা দুজনেই কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে নূর ইসলাম ওরফে শেখ চান এবং তাইজুদ্দিনকে পরপর মৃত ঘোষণা করেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।