গাজীপুর সংবাদদাতাঃ বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলামির ডাকা সকাল সন্ধ্যা হরতালের প্রতিবাদে গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে কোনাবাড়ী থানা আ.লীগ।
রোববার (২৯ অক্টোবর) সকালে কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর ২ নং গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে তা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ করে পূনরায় বিসিকের দুই নং গেটের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা আ. লীগের সভাপতি আব্দুর রহমান মাষ্টার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান এমএ সহ আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল থেকে বিএনপি জামাতের নৈরাজ্য প্রতিহত করার জন্য নেতাকর্মীদের সারাদিন রাজপথে থাকার নির্দেশ দেওয়া হয়। যেন কোন অবস্থায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।