প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ৪:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৩, ৯:০৫ অপরাহ্ণ
হরতালের সমর্থনে কোনাবাড়ী থানা বিএনপির মশাল মিছিল
আগামীকাল বিএনপির হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে গাজীপুরের কোনাবাড়ি থানা শাখা বিএনপি। শনিবার (২৮ অক্টোব) রাত ৮ টা সময় কোনাবাড়ী সাইনবোর্ড এলাকা থেকে মিছিলটি বের করা হয়। পরে তা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ করে কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ এলাকায় এসে শেষ করা হয়। এ সময় নেতাকর্মীদের সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেন, কেন্দ্রীয় বিএনপির ঘোষণা অনুযায়ী ডাকা হরতালের সমর্থন জানিয়ে মশাল মিছিল করেছি।
এসময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজিব ,যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম হোসেন,প্রচার সম্পাদক পিয়াস চাকলাদার,সহ-যুব বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন জুয়েল,সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ওয়াসিফ সালিম,থানা বিএনপি'র সদস্য সালাম তালুকদার।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.