নিজস্ব প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে নিটল মটরস লি: এর ডিলার দাদু মটরসর শােরুম উদ্বোধন করা হয়েছে ।
রবিবার বিকেলে হাটিকুমরুলে এ শােরুম উদ্বোধন করা হয় । দাদু মটরস এর সত্বাধীকারী রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এর ভাইস প্রেসিডেন্ট এমদাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নিটল মটরস এর এ এসএম, খন্দকার আবুল বাশার সুজন । অনুষ্ঠানটি পরিচালনা করেন, লােকাল ডিলার নিটল মটরস লি : এর সৈয়দ সাব্বির আলী সবুজ প্রমূখ।