অনলাইন সংরক্ষণ
পুলিশি নির্যাতনে রায়হান হত্যার প্রধান অভিযুক্ত বরখাস্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রে’প্তার করে জে’লা পু’লিশ।
এরইমধ্যে আকবর ভূঁইয়াকে আটকের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে হাতজো’র করে বসে আছেন আকবর। আর স্থানীয়রা তাকে দড়ি দিয়ে বাঁধছেন। ক্ষুব্ধ চোখে তারা আকবরকে দেখছেন আর বলছেন, কান্না করিও না। ১০ হাজার টাকার জন্য মানুষ মাই’রা ফালাও?
আকবর বলছেন, আমি মা’রি নাই। আমি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আমারে মাফ কই’রা দ্যান এদিকে সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা ও ডিবির পরিদর্শক সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই আকবরকে সিলেটে আনা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।